TOPIC - A
উত্তর » ট্রেন বা বাসের ভিতরে বসে ভিতরের দিকে তাকালে বসার সিট, ট্রেন বা বাসের মেঝে ও ছাদকে স্থির দেখব। এ ছাড়াও অন্যান্য ব্যক্তি যারা ট্রেনের বা বাসের মধ্যে বসে আছে, তাদেরও স্থির দেখব।
উত্তর » ক্রিকেট খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ : (1) বোলারের বল ছোড়া, (2) ব্যাটসম্যানের ব্যাট দিয়ে বলকে আঘাত করা, (3) ফিল্ডারের বল থামানো ও ছোড়ার সময় বলের ওপর বল প্রয়োগ করা। ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ: (1) খেলোয়াড়রা পা দিয়ে কিক করার সময় ফুটবলের ওপর বল প্রয়োগ করে। (2) গোলরক্ষক তার দিকে ছুটে আসা বলটি থামানোর সময় ফুটবলটির ওপর বল প্রয়োগ করে।
উত্তর » ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে। » স্প্রিং তুলায় একটি স্প্রিং-এর পাশে একটি ওজন নির্ণায়ক স্কেল থাকে, সূচকটি প্রাথমিকভাবে স্কেলের শূন্য দাগকে বোঝায়। স্প্রিং-এর নীচের দিকের খোলা প্রান্তে যুক্ত থাকা আংটায় বস্তুকে ঝুলিয়ে দিলে স্প্রিং হয়। তখন স্কেলের ওপর সূচকের অবস্থান থেকে বস্তুর ওজন জানা যায়।
উত্তর » কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার জন্য সবসময় তাকে স্পর্শ হয় না। কিছু কিছু ক্ষেত্রে দূর থেকেও কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা যায়। যেমন — চুম্বক কোনো স্পর্শ ছাড়াই চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এছাড়াও পৃথিবী অভিকর্ষ বলের সাহায্যে সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যা একটি স্পর্শহীন বল।
উত্তর » পরিবেশে সময়ের সঙ্গে যেসব বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তন হয় তাদের গতিশীল বস্তু বলা হয়। যেমন- চলন্ত মোটরবাইক, চলন্ত বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
উত্তর » পরিবেশে থাকা কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন না করে, তাহলে তাকে স্থির বস্তু বলে। যেমন—পাহাড়পর্বত, নদনদী, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা প্রভৃতি স্থির বস্তুর উদাহরণ।
উত্তর » স্থিতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয় না, সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে স্থিতি বলে। গতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয়, সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে গতি বলে।
উত্তর » আমি যে বাড়িতে থাকি, তা আপাতদৃষ্টিতে স্থির হলেও প্রকৃতপক্ষে স্থির নয়। » আসলে বাড়িঘর, গাছপালা ইত্যাদি পৃথিবীর উপরিতলে অবস্থিত। পৃথিবী গতিশীল, তাই আমরাও সাথে একইভাবে গতিশীল বলে, পৃথিবীকে ও তার উপরিতলে থাকা সব বস্তুকে আমাদের স্থির বলে মনে হয়। কিন্তু পৃথিবীর বাইরে থেকে দেখলে দেখা যেত, যে পৃথিবীসহ তার উপরিতলের সব বস্তুই গতিশীল।
উত্তর >> স্থিতি গতির মধ্যে পার্থক্য নিম্নরূপ— বিষয় → স্থিতি → গতি সংজ্ঞা → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না ঘটলে বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে বস্তুর ওই অবস্থাকে গতি বলে। উদাহরণ → পাহাড়, পর্বত, বাড়িঘর, গাছপালা, ইত্যাদির স্থির অবস্থা। → চলমান যানবাহন, পাখি বা পতঙ্গের উড়ে বেড়ানোর অবস্থা।
উত্তর » বলের প্রভাবে কোনো গতিশীল বস্তুর বেগ বাড়তে পারে, কমাতে পারে বা শূন্য হয়ে যেতে পারে। এ ছাড়াও বলের প্রভাবে গতিশীল বস্তুর গতির দিক বদল হয়ে যেতে পারে।
উত্তর » একটি স্প্রিং-কে দু-পাশ থেকে টান দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য বেড়ে গেল, অর্থাৎ স্প্রিংটি প্রসারিত হল, আবার স্প্রিংটিকে দু-পাশ থেকে চাপ দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য কমে গেল, অর্থাৎ সংকুচিত হল। সুতরাং, বল কোনো বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন করতে পারে।
উত্তর » বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে।
উত্তর » স্পর্শহীন বলের দুটি উদাহরণ হল – (1) চুম্বক দ্বারা লোহা। বা কোবাল্টের জিনিসকে আকর্ষণ করা। (2) পৃথিবী কর্তৃক কোনো বস্তুর প্রযুক্ত বল।
উত্তর » চুম্বক যে পদার্থের ওপর বল প্রয়োগ করতে পারে সেইপদার্থগুলিকে চৌম্বক পদার্থ বলে। » চৌম্বক পদার্থের উদাহরণ হল – লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
>>(B) সচল বস্তু
>>(D) আপেক্ষিক গতি
>>(C) চলন্ত ট্রেন ও ছুটন্ত ঘোড়া
>>(C) ধাক্কা
>>(D) ব্যাগের চেন খোলা
>>(D) সবকটি
>>(B) নিউটন
>>(A) নিউটন
>>(B) নিকেল
>> (C) তামা
>> (B) ওজন
>> স্থিরবস্তু
>> কয়েকটি স্থির বস্তুর উদাহরণ ঘরবাড়ি, গাছপালা, পাহাড়পর্বত ইত্যাদি।
>> গতিশীল বস্তু
>> চলন্ত রেলগাড়ি, বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
>> টেবিল সরানো
>> টানা বল
>> মান বেশি হলে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রা বৃদ্ধি পাবে।
>> স্থির বস্তুতে বল প্রয়োগ না করলে বস্তুটি স্থির থাকে।
>>বল
>>বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হতে পারে।
>>নিউটন
>> ডাইন
>> #10^5#
>> চুম্বক দ্বারা চৌম্বক পদার্থের ওপর প্রযুক্ত আকর্ষণ বল।
>> চৌম্বক পদার্থ
>> লোহা
>> যে বল প্রয়োগ করে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের অভিমুখে আকর্ষণ করে, তাকে অভিকর্ষ বল বলে।
স্পর্শহীন বল
ওজন
নিউটন
#17#
TOPIC - B
>>বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হতে পারে।
উত্তর » ক্রিকেট খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ : (1) বোলারের বল ছোড়া, (2) ব্যাটসম্যানের ব্যাট দিয়ে বলকে আঘাত করা, (3) ফিল্ডারের বল থামানো ও ছোড়ার সময় বলের ওপর বল প্রয়োগ করা। ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ: (1) খেলোয়াড়রা পা দিয়ে কিক করার সময় ফুটবলের ওপর বল প্রয়োগ করে। (2) গোলরক্ষক তার দিকে ছুটে আসা বলটি থামানোর সময় ফুটবলটির ওপর বল প্রয়োগ করে।
উত্তর » ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে। » স্প্রিং তুলায় একটি স্প্রিং-এর পাশে একটি ওজন নির্ণায়ক স্কেল থাকে, সূচকটি প্রাথমিকভাবে স্কেলের শূন্য দাগকে বোঝায়। স্প্রিং-এর নীচের দিকের খোলা প্রান্তে যুক্ত থাকা আংটায় বস্তুকে ঝুলিয়ে দিলে স্প্রিং হয়। তখন স্কেলের ওপর সূচকের অবস্থান থেকে বস্তুর ওজন জানা যায়।
উত্তর » কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার জন্য সবসময় তাকে স্পর্শ হয় না। কিছু কিছু ক্ষেত্রে দূর থেকেও কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা যায়। যেমন — চুম্বক কোনো স্পর্শ ছাড়াই চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এছাড়াও পৃথিবী অভিকর্ষ বলের সাহায্যে সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যা একটি স্পর্শহীন বল।
উত্তর » পরিবেশে সময়ের সঙ্গে যেসব বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তন হয় তাদের গতিশীল বস্তু বলা হয়। যেমন- চলন্ত মোটরবাইক, চলন্ত বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
উত্তর » পরিবেশে থাকা কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন না করে, তাহলে তাকে স্থির বস্তু বলে। যেমন—পাহাড়পর্বত, নদনদী, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা প্রভৃতি স্থির বস্তুর উদাহরণ।
উত্তর » স্থিতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয় না, সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে স্থিতি বলে। গতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয়, সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে গতি বলে।
উত্তর » আমি যে বাড়িতে থাকি, তা আপাতদৃষ্টিতে স্থির হলেও প্রকৃতপক্ষে স্থির নয়। » আসলে বাড়িঘর, গাছপালা ইত্যাদি পৃথিবীর উপরিতলে অবস্থিত। পৃথিবী গতিশীল, তাই আমরাও সাথে একইভাবে গতিশীল বলে, পৃথিবীকে ও তার উপরিতলে থাকা সব বস্তুকে আমাদের স্থির বলে মনে হয়। কিন্তু পৃথিবীর বাইরে থেকে দেখলে দেখা যেত, যে পৃথিবীসহ তার উপরিতলের সব বস্তুই গতিশীল।
উত্তর >> স্থিতি গতির মধ্যে পার্থক্য নিম্নরূপ— বিষয় → স্থিতি → গতি সংজ্ঞা → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না ঘটলে বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে বস্তুর ওই অবস্থাকে গতি বলে। উদাহরণ → পাহাড়, পর্বত, বাড়িঘর, গাছপালা, ইত্যাদির স্থির অবস্থা। → চলমান যানবাহন, পাখি বা পতঙ্গের উড়ে বেড়ানোর অবস্থা।
উত্তর » বলের প্রভাবে কোনো গতিশীল বস্তুর বেগ বাড়তে পারে, কমাতে পারে বা শূন্য হয়ে যেতে পারে। এ ছাড়াও বলের প্রভাবে গতিশীল বস্তুর গতির দিক বদল হয়ে যেতে পারে।
উত্তর » একটি স্প্রিং-কে দু-পাশ থেকে টান দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য বেড়ে গেল, অর্থাৎ স্প্রিংটি প্রসারিত হল, আবার স্প্রিংটিকে দু-পাশ থেকে চাপ দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য কমে গেল, অর্থাৎ সংকুচিত হল। সুতরাং, বল কোনো বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন করতে পারে।
উত্তর » বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে।
উত্তর » স্পর্শহীন বলের দুটি উদাহরণ হল – (1) চুম্বক দ্বারা লোহা। বা কোবাল্টের জিনিসকে আকর্ষণ করা। (2) পৃথিবী কর্তৃক কোনো বস্তুর প্রযুক্ত বল।
উত্তর » চুম্বক যে পদার্থের ওপর বল প্রয়োগ করতে পারে সেইপদার্থগুলিকে চৌম্বক পদার্থ বলে। » চৌম্বক পদার্থের উদাহরণ হল – লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
>>(B) সচল বস্তু
>>(D) আপেক্ষিক গতি
>>(C) চলন্ত ট্রেন ও ছুটন্ত ঘোড়া
>>(C) ধাক্কা
>>(D) ব্যাগের চেন খোলা
>>(D) সবকটি
>>(B) নিউটন
>>(A) নিউটন
>>(B) নিকেল
>> (C) তামা
>> (B) ওজন
>> স্থিরবস্তু
>> কয়েকটি স্থির বস্তুর উদাহরণ ঘরবাড়ি, গাছপালা, পাহাড়পর্বত ইত্যাদি।
>> গতিশীল বস্তু
>> চলন্ত রেলগাড়ি, বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
>> টেবিল সরানো
>> টানা বল
>> মান বেশি হলে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রা বৃদ্ধি পাবে।
>> স্থির বস্তুতে বল প্রয়োগ না করলে বস্তুটি স্থির থাকে।
>>বল
>>বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হতে পারে।
TOPIC - C
উত্তর » ট্রেন বা বাসের ভিতরে বসে ভিতরের দিকে তাকালে বসার সিট, ট্রেন বা বাসের মেঝে ও ছাদকে স্থির দেখব। এ ছাড়াও অন্যান্য ব্যক্তি যারা ট্রেনের বা বাসের মধ্যে বসে আছে, তাদেরও স্থির দেখব।
উত্তর » ক্রিকেট খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ : (1) বোলারের বল ছোড়া, (2) ব্যাটসম্যানের ব্যাট দিয়ে বলকে আঘাত করা, (3) ফিল্ডারের বল থামানো ও ছোড়ার সময় বলের ওপর বল প্রয়োগ করা। ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ: (1) খেলোয়াড়রা পা দিয়ে কিক করার সময় ফুটবলের ওপর বল প্রয়োগ করে। (2) গোলরক্ষক তার দিকে ছুটে আসা বলটি থামানোর সময় ফুটবলটির ওপর বল প্রয়োগ করে।
উত্তর » ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে। » স্প্রিং তুলায় একটি স্প্রিং-এর পাশে একটি ওজন নির্ণায়ক স্কেল থাকে, সূচকটি প্রাথমিকভাবে স্কেলের শূন্য দাগকে বোঝায়। স্প্রিং-এর নীচের দিকের খোলা প্রান্তে যুক্ত থাকা আংটায় বস্তুকে ঝুলিয়ে দিলে স্প্রিং হয়। তখন স্কেলের ওপর সূচকের অবস্থান থেকে বস্তুর ওজন জানা যায়।
উত্তর » কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার জন্য সবসময় তাকে স্পর্শ হয় না। কিছু কিছু ক্ষেত্রে দূর থেকেও কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা যায়। যেমন — চুম্বক কোনো স্পর্শ ছাড়াই চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এছাড়াও পৃথিবী অভিকর্ষ বলের সাহায্যে সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যা একটি স্পর্শহীন বল।
উত্তর » পরিবেশে সময়ের সঙ্গে যেসব বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তন হয় তাদের গতিশীল বস্তু বলা হয়। যেমন- চলন্ত মোটরবাইক, চলন্ত বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
উত্তর » পরিবেশে থাকা কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন না করে, তাহলে তাকে স্থির বস্তু বলে। যেমন—পাহাড়পর্বত, নদনদী, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা প্রভৃতি স্থির বস্তুর উদাহরণ।
উত্তর » স্থিতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয় না, সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে স্থিতি বলে। গতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয়, সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে গতি বলে।
উত্তর » আমি যে বাড়িতে থাকি, তা আপাতদৃষ্টিতে স্থির হলেও প্রকৃতপক্ষে স্থির নয়। » আসলে বাড়িঘর, গাছপালা ইত্যাদি পৃথিবীর উপরিতলে অবস্থিত। পৃথিবী গতিশীল, তাই আমরাও সাথে একইভাবে গতিশীল বলে, পৃথিবীকে ও তার উপরিতলে থাকা সব বস্তুকে আমাদের স্থির বলে মনে হয়। কিন্তু পৃথিবীর বাইরে থেকে দেখলে দেখা যেত, যে পৃথিবীসহ তার উপরিতলের সব বস্তুই গতিশীল।
উত্তর >> স্থিতি গতির মধ্যে পার্থক্য নিম্নরূপ— বিষয় → স্থিতি → গতি সংজ্ঞা → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না ঘটলে বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে বস্তুর ওই অবস্থাকে গতি বলে। উদাহরণ → পাহাড়, পর্বত, বাড়িঘর, গাছপালা, ইত্যাদির স্থির অবস্থা। → চলমান যানবাহন, পাখি বা পতঙ্গের উড়ে বেড়ানোর অবস্থা।
উত্তর » বলের প্রভাবে কোনো গতিশীল বস্তুর বেগ বাড়তে পারে, কমাতে পারে বা শূন্য হয়ে যেতে পারে। এ ছাড়াও বলের প্রভাবে গতিশীল বস্তুর গতির দিক বদল হয়ে যেতে পারে।
উত্তর » একটি স্প্রিং-কে দু-পাশ থেকে টান দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য বেড়ে গেল, অর্থাৎ স্প্রিংটি প্রসারিত হল, আবার স্প্রিংটিকে দু-পাশ থেকে চাপ দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য কমে গেল, অর্থাৎ সংকুচিত হল। সুতরাং, বল কোনো বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন করতে পারে।
উত্তর » বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে।
উত্তর » স্পর্শহীন বলের দুটি উদাহরণ হল – (1) চুম্বক দ্বারা লোহা। বা কোবাল্টের জিনিসকে আকর্ষণ করা। (2) পৃথিবী কর্তৃক কোনো বস্তুর প্রযুক্ত বল।
উত্তর » চুম্বক যে পদার্থের ওপর বল প্রয়োগ করতে পারে সেইপদার্থগুলিকে চৌম্বক পদার্থ বলে। » চৌম্বক পদার্থের উদাহরণ হল – লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
>>(B) সচল বস্তু
>>(D) আপেক্ষিক গতি
>>(C) চলন্ত ট্রেন ও ছুটন্ত ঘোড়া
>>(C) ধাক্কা
>>(D) ব্যাগের চেন খোলা
>>(D) সবকটি
>>(B) নিউটন
>>(A) নিউটন
>>(B) নিকেল
>> (C) তামা
>> (B) ওজন
>> স্থিরবস্তু
>> কয়েকটি স্থির বস্তুর উদাহরণ ঘরবাড়ি, গাছপালা, পাহাড়পর্বত ইত্যাদি।
>> গতিশীল বস্তু
>> চলন্ত রেলগাড়ি, বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
>> টেবিল সরানো
>> টানা বল
>> মান বেশি হলে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রা বৃদ্ধি পাবে।
>> স্থির বস্তুতে বল প্রয়োগ না করলে বস্তুটি স্থির থাকে।
>>বল
>>বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হতে পারে।
>>নিউটন
>> ডাইন
>> #10^5#
>> চুম্বক দ্বারা চৌম্বক পদার্থের ওপর প্রযুক্ত আকর্ষণ বল।
>> চৌম্বক পদার্থ
>> লোহা
>> যে বল প্রয়োগ করে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের অভিমুখে আকর্ষণ করে, তাকে অভিকর্ষ বল বলে।
স্পর্শহীন বল
ওজন
নিউটন
#17#
TOPIC - D
>>বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হতে পারে।
উত্তর » ক্রিকেট খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ : (1) বোলারের বল ছোড়া, (2) ব্যাটসম্যানের ব্যাট দিয়ে বলকে আঘাত করা, (3) ফিল্ডারের বল থামানো ও ছোড়ার সময় বলের ওপর বল প্রয়োগ করা। ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের উদাহরণ: (1) খেলোয়াড়রা পা দিয়ে কিক করার সময় ফুটবলের ওপর বল প্রয়োগ করে। (2) গোলরক্ষক তার দিকে ছুটে আসা বলটি থামানোর সময় ফুটবলটির ওপর বল প্রয়োগ করে।
উত্তর » ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে। » স্প্রিং তুলায় একটি স্প্রিং-এর পাশে একটি ওজন নির্ণায়ক স্কেল থাকে, সূচকটি প্রাথমিকভাবে স্কেলের শূন্য দাগকে বোঝায়। স্প্রিং-এর নীচের দিকের খোলা প্রান্তে যুক্ত থাকা আংটায় বস্তুকে ঝুলিয়ে দিলে স্প্রিং হয়। তখন স্কেলের ওপর সূচকের অবস্থান থেকে বস্তুর ওজন জানা যায়।
উত্তর » কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার জন্য সবসময় তাকে স্পর্শ হয় না। কিছু কিছু ক্ষেত্রে দূর থেকেও কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা যায়। যেমন — চুম্বক কোনো স্পর্শ ছাড়াই চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এছাড়াও পৃথিবী অভিকর্ষ বলের সাহায্যে সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যা একটি স্পর্শহীন বল।
উত্তর » পরিবেশে সময়ের সঙ্গে যেসব বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তন হয় তাদের গতিশীল বস্তু বলা হয়। যেমন- চলন্ত মোটরবাইক, চলন্ত বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
উত্তর » পরিবেশে থাকা কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন না করে, তাহলে তাকে স্থির বস্তু বলে। যেমন—পাহাড়পর্বত, নদনদী, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা প্রভৃতি স্থির বস্তুর উদাহরণ।
উত্তর » স্থিতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয় না, সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে স্থিতি বলে। গতি: সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন (পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে) হয়, সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে এবং বস্তুটির এই বিশেষ অবস্থাকে গতি বলে।
উত্তর » আমি যে বাড়িতে থাকি, তা আপাতদৃষ্টিতে স্থির হলেও প্রকৃতপক্ষে স্থির নয়। » আসলে বাড়িঘর, গাছপালা ইত্যাদি পৃথিবীর উপরিতলে অবস্থিত। পৃথিবী গতিশীল, তাই আমরাও সাথে একইভাবে গতিশীল বলে, পৃথিবীকে ও তার উপরিতলে থাকা সব বস্তুকে আমাদের স্থির বলে মনে হয়। কিন্তু পৃথিবীর বাইরে থেকে দেখলে দেখা যেত, যে পৃথিবীসহ তার উপরিতলের সব বস্তুই গতিশীল।
উত্তর >> স্থিতি গতির মধ্যে পার্থক্য নিম্নরূপ— বিষয় → স্থিতি → গতি সংজ্ঞা → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না ঘটলে বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। → সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে বস্তুর ওই অবস্থাকে গতি বলে। উদাহরণ → পাহাড়, পর্বত, বাড়িঘর, গাছপালা, ইত্যাদির স্থির অবস্থা। → চলমান যানবাহন, পাখি বা পতঙ্গের উড়ে বেড়ানোর অবস্থা।
উত্তর » বলের প্রভাবে কোনো গতিশীল বস্তুর বেগ বাড়তে পারে, কমাতে পারে বা শূন্য হয়ে যেতে পারে। এ ছাড়াও বলের প্রভাবে গতিশীল বস্তুর গতির দিক বদল হয়ে যেতে পারে।
উত্তর » একটি স্প্রিং-কে দু-পাশ থেকে টান দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য বেড়ে গেল, অর্থাৎ স্প্রিংটি প্রসারিত হল, আবার স্প্রিংটিকে দু-পাশ থেকে চাপ দিলে দেখা যাবে স্প্রিংটির দৈর্ঘ্য কমে গেল, অর্থাৎ সংকুচিত হল। সুতরাং, বল কোনো বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন করতে পারে।
উত্তর » বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে।
উত্তর » স্পর্শহীন বলের দুটি উদাহরণ হল – (1) চুম্বক দ্বারা লোহা। বা কোবাল্টের জিনিসকে আকর্ষণ করা। (2) পৃথিবী কর্তৃক কোনো বস্তুর প্রযুক্ত বল।
উত্তর » চুম্বক যে পদার্থের ওপর বল প্রয়োগ করতে পারে সেইপদার্থগুলিকে চৌম্বক পদার্থ বলে। » চৌম্বক পদার্থের উদাহরণ হল – লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
>>(B) সচল বস্তু
>>(D) আপেক্ষিক গতি
>>(C) চলন্ত ট্রেন ও ছুটন্ত ঘোড়া
>>(C) ধাক্কা
>>(D) ব্যাগের চেন খোলা
>>(D) সবকটি
>>(B) নিউটন
>>(A) নিউটন
>>(B) নিকেল
>> (C) তামা
>> (B) ওজন
>> স্থিরবস্তু
>> কয়েকটি স্থির বস্তুর উদাহরণ ঘরবাড়ি, গাছপালা, পাহাড়পর্বত ইত্যাদি।
>> গতিশীল বস্তু
>> চলন্ত রেলগাড়ি, বাস, উড়ন্ত পাখি ইত্যাদি।
>> টেবিল সরানো
>> টানা বল
>> মান বেশি হলে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রা বৃদ্ধি পাবে।
>> স্থির বস্তুতে বল প্রয়োগ না করলে বস্তুটি স্থির থাকে।
>>বল
>>বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হতে পারে।